জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’র নাম বাদ দেওয়া হয়েছে। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব ড. এ বি এম আজিজুর রহমান।
সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ‘বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট’ এর নামের প্রথম শব্দটি বাদ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধু নামটি বাদ পড়ছে। শিক্ষার্থীদের দাবির কারণেই নাম পরিবর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এক সিন্ডিকেট সদস্য। সেই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিবর্তিত নামে ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ইনস্টিটিউটের শিক্ষার্থী সাকিব বলেন, এটি বাদ দেওয়া একটি পজিটিভ সিদ্ধান্ত। আমাদের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট না এমন নাম যুক্ত থাকা দৃষ্টিকটু।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়াসহ তিন দফা দাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।