ড্যাফোডিলে ‘উন্মেষ’ ম্যাগাজিনের যাত্রা শুরু

12064396_899712550139773_1634761297_n‘উদ্ভাসের আকাঙ্ক্ষায় দুর্দম তারুণ্য’ স্লোগান রেখে  যাত্রা শুরু করলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘উন্মেষ’ ম্যাগাজিন পত্রিকা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ২৩ তম ব্যাচের শিক্ষার্থীরা এ ম্যাগাজিনটি বাজারে এনেছেন।
আট পৃষ্ঠার এ ম্যাগাজিনে রয়েছে- সম্পাদকীয়, কলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা। আর বিনোদনপ্রেমীদের কথা মাথায় রেখে রাখা হয়েছে পুরো পৃষ্ঠা জুড়ে শুধু বিনোদনের কথা। এছাড়া ম্যাগাজিনটিতে প্রাধান্য পেয়েছে সাংবাদিককর্মী এবং শিক্ষকদের লেখা।
বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল আহসানের সম্পাদনায় ম্যাগাজিনটি তৈরিতে  সাহায্য করেছেন- ফাতেমা আক্তার মহুয়া, রিফাত আহমাদ, পিয়াস সরকার, আরাফাত রহমান রুবাইয়াৎ, নাওমি নাসরিন, কায়সার আহমেদ রবিন, সুমাইয়া রহমান, শাখাওয়াত হোসেন, বায়েজিদ আহমেদ, ফাহিম দেওয়ান, তারেক আজিজ, আশরাফ শুভ প্রমুখ।
কালার প্রিন্টের ম্যাগাজিনটির প্রথম সংখ্যা বিভাগ থেকে বিনামূলেই বিতরণ করা হচ্ছে।

12743861_947922081909502_8618233454714249516_n
এসি-এলএইচএ (এসএনএইচ)