ইউডা’র ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা সফর সম্পন্ন

index4শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াতে শিক্ষা সফর সম্পন্ন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ব্যবসায় প্রশাসন অনুষদ।
গত সোমবার (১৪ মার্চ) ধামরাইয়ের মোহাম্মদী গার্ডেনে এ শিক্ষা সফরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সারা বছর টানা পড়াশোনা, পরীক্ষা, অ্যাসাইনমেন্টের চাপ আর  প্রশাসনিক ও দাফতরিক কাজে শিক্ষক ও শিক্ষার্থীদের দম নেওয়ার সুযোগ নেই। তাই একঘেয়েমিতা কাটিয়ে নতুন উৎসাহে পড়াশুনায় মনোযোগী হতেই এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস থেকে বাসে চড়ে বসেন শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো রাস্তায় তারা হৈ-হুল্লোড় আর নাচ-গানে মত্ত ছিল।


12516547_916987815091170_1143658935_nশিক্ষা সফরে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার। দুপুরে খাবার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তারপরই শুরু হয় কনসার্ট। শিক্ষার্থীরা নিজেদের মতো নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠে।
শিক্ষা সফরে সহযোগিতা করে ‘গ্লোব সফট ড্রিংকস অ্যান্ড বেভারেজ’।


এসি-এইচএন/এসএনএইচ