সিরাজ শিকদারের গ্রাফিতি মোছার প্রতিবাদে বিক্ষোভ

কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদারের গ্রাফিতি অবমাননা করায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এ সময়— দুনিয়ার সর্বহারা এক হও লড়াই করো, আমরা সবাই সিরাজ হবো, সিরাজ হত্যার বিচার করবো ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় তাদের।

সমাবেশে ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থী সাজিদ আহমেদ বলেন, আমরা দেখেছি গতকাল একটা বিচ্ছিন্ন পোস্টকে কেন্দ্র করে— যিনি এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কাজ করেছেন, তার গ্রাফিতি অবমাননা করা হয়েছে। সিরাজ সিকদারের গ্রাফিতি দেখে যাদের ভয় কাজ করে আমরা তাদের চিনি। সিরাজ সিকদার আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। একটা গোষ্ঠী তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। আমরা সিরাজ সিকদারের গ্রাফিতিতে অবমাননা করাকে ঘৃণা করছি, সেই সঙ্গে এ ঘটনায় যারা জড়িত তাদের বিচার চাই।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম আহমেদ বলেন, সিরাজ সিকদার শাসক শ্রেণীর আতঙ্ক ছিল। তিনি মেহনতি মানুষের নেতা ছিলেন। যারা ভারতের দালাল, তারা বিপ্লবীদের অবমাননা করছে। ৫ আগস্টের পর দেশে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা জনগণকে ভয় পাচ্ছে।