ইবতেদায়ি শিক্ষকদের ওপরে হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। এরপর শাহবাগে গিয়ে শিক্ষকদের সঙ্গে পুনরায় এক হয়।

সমাবেশে শরীফ ওসমান বিন হাদী বলেন, সরকার পরিবর্তন হলেও পুলিশ লীগের চরিত্রের এখনও পরিবর্তন হয়নি। আজকে তারা শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের শিক্ষকদের ওপর হামলা করে। শিক্ষকরা তো কোনও অযৌক্তিক দাবি নিয়ে দাড়ায়নি। তাহলে কীভাবে পুলিশের সাহস হলো, নিরস্ত্র শিক্ষকদের লাঠি চার্জ করার। শিক্ষকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে ইবতেদায়ি মাদ্রাসার চাকরিকে জাতীয়করণের দাবি জানান।

মাদ্রাসার শিক্ষকদের সবচেয়ে বেশি অবহেলিত দাবি করেন ঢাবি শিক্ষার্থী নুরুল কবির সগীর। তিনি বলেন, পুলিশের পোশাক পরিবর্তন হলেও তাদের চরিত্রে পরিবর্তন হয়নি। তারা এখনও ফ্যাসিবাদী হাসিনার মতো আচরণ করছে। এ সময় তিনি ইবতেদায়ি মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ করা না হলে আবার রাজপথে নেমে আসার ঘোষণা দেন।

আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান রিফাত বলেন, আজকে পুলিশ যে কাজটি করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। শিক্ষকরা যে বেতন পায় তাতে তাদের সংসার চলে না। আমরা হামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ইবতেদায়ি মাদ্রাসার চাকরিকে জাতীয়করণ চাই।