ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের ৭ বছর পূর্তি

2কখনও পাহাড় কখনও সমুদ্র, কখনও বন আবার কখনও নদী- হাওড় কিংবা বিল। এভাবেই দেশ ও দেশের বাইরে বিভিন্ন সফরের আয়োজনের মধ্যদিয়ে সাত বছর পাড়ি দিল ইউনিভার্সিটি অফ লিবেরাল আর্টসের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাব।
২০০৯ সালে বান্দরবনের বগা লেকে যাওয়ার মধ্যে শুরু হয় এ ক্লাবের পথ চলা। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবের সদস্যদের নিয়ে প্রত্যেক সেমিস্টারে ট্যুর আয়োজন করে আসছে ক্লাবটি।
এ ক্লাবের মাধ্যমে গত সাত বছরে সুন্দরবন, কেওকারাডং, বান্দরবন, সিলেট, সেন্টমারটিনসহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন দুর্গম স্থানে সফরে গিয়েছেন বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা। ট্যুর এবং ক্যাম্পিং ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ নিয়েছেন এ ক্লাবের সদস্যরা।

সাত বছর পূর্তি উপলক্ষ্যে রামচন্দ্রপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয় ‘গ্র্যান্ড গালা রি-ইউনিয়ন ২০১৬’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউল্যাবের প্রো-ভিসি প্রফেসর জহুরুল হক, কো-কারিকুলার কোঅরডিনেটর ড. পিঙ্কি শাহ, ক্লাবের উপদেষ্টা ময়নাক কানুংগোসহ বর্তমান ও সাবেক সদস্যরা।
/এসি-এসএস/এসএনএইচ/