শহীদদের স্মরণে দীর্ঘ পথচিত্র আঁকবে ইউডা


uoda, coda, sodaমহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছরও রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আঁকা হবে ৫৫ হাজার স্কয়ার ফিট দীর্ঘ পথচিত্র।
আগামী ২৫ মার্চ সন্ধ্যা থেকে ২৬ মার্চ ভোর পর্যন্ত পথচিত্র আঁকবেন শিল্পীরা।
স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং  ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে। গত কয়েক বছর ধরে এ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানগুলো।
কর্মসূচিতে ইউডার চারুকলা বিভাগের পাঁচ শতাধিক নবীন ও প্রবীণ চারুশিল্পীদের তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক ৫৫ হাজার স্কয়ার ফিট পথচিত্র আঁকা হবে।
১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীনিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। যা ইতিহাসে নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ হিসেবে পরিচিত। পরে অনিবার্য হয়ে উঠা স্বাধীনতা সংগ্রামের প্রশ্নে ঐক্যবদ্ধ বাঙালিরা শুরু করে সশস্ত্র সংগ্রাম। নয় মাসের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা।
/এসিএইচএন/এসএনএইচ/