‘সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে’

বক্তব্য রাখছেন বিইউবিটি’র উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে এখন থেকেই শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ।
গত সোমবার (২১ মার্চ) মিরপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় আবু সালেহ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের গুণাবলী, মানবিক গুণাবলি ও তার মহান অবদান তুলে ধরেন|
তিনি বলেন, বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনের অবদান আমাদের জীবনে অনন্য উদাহরণ হয়ে আছে| তরুণ প্রজন্মকে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে এখন থেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে|
বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ এফ এম সরওয়ার কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এনায়েত হোসেন মিয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আনয়ারুল হক, প্রক্টর অধ্যাপক মিঞা লুৎফার রহমান, ইংরেজি বিভাগের প্রধান ড. মো. মহসিন রেজা প্রমুখ।
/এইচপি/এসএনএইচ/