তনু হত্যা

ইউল্যাব শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালিত

8কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার চেয়ে অবস্থান কর্মসূচি এবং মিছিল করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শিক্ষার্থীরা ।
সোমবার সকাল ১১ টায় ধানমণ্ডি ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা ।  অবস্থান কর্মসূচি শেষে তারা ধানমণ্ডি এলাকায় একটি র‌্যালি বের করে ।
কর্মসূচির সমন্বয়ক আয়েশা খানম বলেন, তনু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও র‌্যালিতে  শিক্ষার্থীরা ধর্ষককে চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
এছাড়া সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিহ্নিত ধর্ষকের ছবি-পরিচয় প্রকাশ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থায় নৈতিক ও যৌনশিক্ষার প্রসারের দাবিও জানানো হয়।
গত ২০ মার্চ সন্ধ্যায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে সেনাবাহিনীর সংরক্ষিত এলাকায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এরপরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ ।
/এসএনএইচ/