ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘অভিবাবক’ দিবস অনুষ্ঠিত

3বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘আর্ট অব লিভিং’ কোর্সের সহপাঠ হিসেবে ‘প্যারেন্টস ডে’ বা অভিবাবাক দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার (১ ও ২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, ব্রি. জে. মির্জা বাকের সারওয়ার আহমেদ, আর্ট অব লিভিং কোর্সের কো-অর্ডিনেটর সৈয়দ মিজানুর রহমান রাজু, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকরা।
অভিবাবক দিবসে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত পরিকল্পনা, বাবা-মার সাথে তাদের বিভিন্ন স্মৃতি শিক্ষকদের সামনে তুলে ধরেন।
শিক্ষক এবং অভিবাবক শিক্ষার্থীদের সাথে তাদের পরিকল্পনা এবং কিভাবে জীবনের মান আরও উন্নয়ন করা যায় এসব নিয়ে আলোচনা করেন।
সবুর খান বলেন, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিবাবকের এই ত্রিমাতৃক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতি সেমিস্টারে আর্ট অব লিভিং কোর্সের আয়তায় অভিবাবক দিবসের আয়োজন করা হয়।

/এসএনএইচ/