যুবসমাজকে নিজের প্রতি আস্থা আর্জনের পরামর্শ

1বর্তমানে যুবসমাজ নিজের প্রতি আস্থা হারিয়ে নেশাজাত দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পরছে। তাই সঠিক পথে পরিচালিত হতে যুবসমাজকে নিজের প্রতি আস্থা অর্জনের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফ্যামিলি কাউন্সিলর মিস রাহাত চৌধুরী।
গত শনিবার (২ এপ্রিল) ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘স্টে ওয়েল অ্যান্ড হেলথি’শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব।
রাহাত চৌধুরী বলেন, যুবকরা নিজের প্রতি আস্থাবান থাকলেই যেকোনও সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।  এ জন্য নিজের ভেতরের দ্বিধাকে দূরে সরিয়ে নিজেকে সম্মান করার পরামর্শ দেন তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের প্রোজেক্ট কো-অরডিনেটর ও পুষ্টিবিদ আসফিয়া আজিম, ইউল্যাব’র উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
পুষ্টিবিদ আসফিয়া আজিম শিক্ষার্থীদের মাঝে বয়স ও উচ্চতা অনুযায়ী খাদ্য তালিকা, খাদ্য উপাদানের কাজ ও প্রয়োজনীয়তা, খাদ্য গ্রহণের সময় নিয়ে আলোচনা করেন।
সেমিনারের শেষে ইউল্যাব নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস ক্লাব আয়োজিত এক রান্না প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যাপক ইমরান রহমান।

/এসএনএইচ/