নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত

_DSC0382নবায়নযোগ্য জ্বলানি প্রযুক্তি উদ্ভাবন জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়েল শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি সম্পদ প্রযুক্তির উপর বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম বিজয়ী প্রকল্পকে ১ লাখ, দ্বিতীয় প্রকল্পকে ৫০ হাজার এবং তৃতীয় প্রকল্পকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
আর কলেজ লেভেলের প্রথম বিজয়ী প্রকল্পকে ৫০ হাজার, দ্বিতীয় বিজয়ী প্রকল্পকে ২০ হাজার এবং তৃতীয় বিজয়ী প্রকল্পকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
এছাড়া প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিজয়ী উভয় গ্রুপের ছয় প্রতিযোগীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। আর সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকে দেওয়া হয় পার্টিসিপেশন সার্টিফিকেট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান শিক্ষক ড. শাহরিয়ার খান, ইইই বিভাগের প্রধান ড. আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক ড. খসরু এম সেলিম প্রমুখ।

প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে বিজয়ী প্রকল্প ঢাকা কলেজের মিথেন আবিষ্কারক এবং প্রশমক, প্রথম রানার্স প্রকল্প ইউরোপীয় মান স্কুলের নবায়নযোগ্য জ্বালানি, প্রকল্প রানার্স একই স্কুলের মাধ্যাকর্ষণ আলো।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী প্রকল্প ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌর চালিত ধান হাসকিং সিস্টেম, প্রথম রানার আপ ব্রাক ইউনিভার্সিটির সৌর গাড়ী, দ্বিতীয় রানার আপ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্র্যাকিং সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি সূর্য

/এসএনএইচ/