অপশক্তি রোধে ইউডা’র ‘বাংলা শোভাযাত্রা’

ইউডা-৩

 

 সকল অপশক্তি রোধ করে সমাজকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রতি বছরের মত এবারও ‘বাংলা শোভাযাত্রা’র আয়োজন করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে’র (ইউডা) চারুকলা অনুষদ।

বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টায় শোভাযাত্রাটি ধানমন্ডির চারুকলা থেকে যাত্রা শুরু করে শংকর, ধানমন্ডি ২৭, শুক্রাবাদ, কলাবাগান সড়ক হয়ে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়্।

শতবছরে বাঙালির ঐতিহ্য ধারণকরা সব  প্রতিকৃতি শোভা বাড়ায় ‘বাংলা শোভাযাত্রা’র।  সমৃদ্ধির প্রতীক হিসেবে ছিল  ময়ূরপঙ্খী। বাঁশি, ঢোল ও ঢাকরে তালে বাঙালিয়ানার ছন্দ ফুটে ওঠে এসময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজন থাকলেও এত সামিল হয় সকল শ্রেণির মানুষ।

ইউডা-১

ইউডা চারুকলা অনুষদের প্রধান, অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ বলেন, দীর্ঘ ১০ দিন শিক্ষার্থীরা পরিশ্রম করে আজকের ‘বাংলা শোভাযাত্রা’ শেষ করতে পেরেছে। শোভাযাত্রায় চারুকলার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, পাশাপাশি সোডা, কোডা ও ইউডার অন্যান্য অনুষদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে ভালোভাবে শেষ করেছে। আমরা আশা করি, আগামীতে এই শোভাযাত্রা আরও এগিয়ে যাবে। তখন শুধু ইউডা চারুকলার বাংলা শোভাযাত্রা হবে না, এই শোভাযাত্রা হবে ধানমন্ডিবাসীর। আজকের শোভাযাত্রাটি আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় খুব ভালোভাবে সমাপ্তি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে বাংলা সংস্কৃংতির গুরুত্ব অন্যরকম। ইউডার কিছু কিছু অনুষদে এখনো বাংলা চালু আছে। এমনকি বাংলা বিভাগও আছে। এই বিশ্ববিদ্যালয় সব সময় বাঙালি ঐতিহ্যকে লালন করে। তাই ইউডার কাছে বাংলা সংস্কৃতির অনেক।

/এফএএন/