বর্ষবরণে ডিআইউতে রম্য বিতর্ক

ডিআইউ

 

বর্ষবরণ উপলক্ষে বৈশাখি রম্য বিতর্কের আয়োজন করা হয়েছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। অনুষ্ঠান শুরু হয় সকাল ১০ টায়। এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই রম্য বিতর্ক শুরু হয়। এরপর শুরু হয় বিতর্ক আয়োজন। বিতর্কের বিষয় ছিল “বৈশাখ এখন চেতনার চেয়ে আভিজাত্যের মহড়া” এবং “পহেলা বৈশাখ-ই প্রেম প্রস্তাবের উপযুক্ত সময়”।

অনুষ্ঠানটি উপরোক্ত দুই ভাগে এবং দুই পর্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিস্টার ডঃ শাহ আলম চৌধুরী।তিনি বলেন পহেলা বৈশাখ এখন শুধু একটি সাধারণ দিবস নয়, এটা বর্তমান দিনে একটি সার্বজনীন তাৎপর্য বহন করে। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে তার শৈশবের কিছু স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশেরও ব্যবস্থা করা হয়। সকাল দশটায় শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় বেলা দুইটায়।

/এফএএন/