স্যার ফজলে হাসান আবেদের জন্মদিনে বিশ্ব নেতাদের শুভেচ্ছা

ফজলে-হাসান-আবেদব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়নে তার সাফল্যের প্রশংসা করে স্যার ফজলের দীর্ঘায়ু কামনা করেন তারা।

শুভেচ্ছা জানানোদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হচ্ছেন- বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন বিল গেটস, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট জিম কিম।

দারিদ্র্য বিমোচনে স্যার ফজলের ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করে বিল ক্লিনটন এক ভিডিও বার্তায় বলেন, উন্নয়ন সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে আপনি আমূল পাল্টে দিয়েছেন।

আরেক ভিডিও বার্তায় বিল গেটস বলেন, ব্র্যাকের মাধ্যমে আপনি বিশ্বের অসহায় মানুষের জীবনধারায় ব্যাপক উন্নয়ন এনে দিয়েছেন। উন্নত পৃথিবী গড়ার লক্ষ্যে আপনার দূরদর্শিতার জন্য সালাম জানাই।

জিম কিম বলেন, নারীর ক্ষমতায়ন ও শিশু শিক্ষার ক্ষেত্রে আমার জীবনে দেখা সেরা নেতাদের অন্যতম আপনি।

এছাড়াও অভিনন্দন জানান যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েইন, অস্ট্রেলিয় সরকারের আন্তর্জাতিক উন্নয়ন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক মন্ত্রী কনসেট্টা ফিয়েরাভান্তি ওয়েলস প্রমুখ।

আরও পড়তে পারেন: মন্ত্রী-এমপি ও সাংবাদিকদের হত্যার পরিকল্পনা ছিল

/এমও/