ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে আ. লীগ ৩০২, বিএনপি ৪৮

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ পর্যায়ে ২৩ এপ্রিল শনিবার দেশের বিভিন্ন জেলার ৭০৩টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অনিয়ম ও সহিংসতাসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ ও ভোট বর্জনের ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন এ নির্বাচনে এখন চলছে ফল প্রকাশ পর্ব।

মেহেরপুরের গাংনিতে ভোট গণনা চলছে

রবিবার সকাল ৬টা পর্যন্ত প্রাপ্ত ৫১৯টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী ৩০২টিতে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৮২টিতে, বিএনপি মনোনীত প্রার্থী ৪৮টিতে, বিএনপির বিদ্রোহী প্রার্থী ১১টিতে, জাতীয় পার্টি ৬টিতে এবং ৪০টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে নিহতকে (নীল শার্ট পরিহিত) নিয়ে আহাজারিচতুর্থ দফার ইউপি নির্বাচন, চার জেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ৫

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী সারাদেশে ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। প্রতিদিনিধিদের পাঠানো সর্বশেষ খবর অনুযায়ী ১০টি ইউপিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ৫টি ইউনিয়নের সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানপ্রার্থী নির্বাচিত হয়েছেন। 

বিভাগ

জেলা

ইউপি

বিনা প্রতিদ্বন্দ্বিতায়

ঘোষিত ফল

স্থগিত

আওয়ামী লীগ

লীগ বিদ্রোহী

বিএনপি

বিএনপি বিদ্রোহী

জাতীয় পার্টি

স্বতন্ত্র ও অন্যান্য

খুলনা

বাগেরহাট

          

ঝিনাইদহ

১৫

   

১১

    

চুয়াডাঙ্গা

   

 

  

কুষ্টিয়া

          

মাগুরা

১৪

  

১০

    

যশোর

১১

   

  

           

নড়াইল

১২

   

 

মেহেরপুর

   

   

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া

১৫

   

১৪

    

চাঁদপুর

১০

   

 

  

চট্টগ্রাম

১৪

  

    

কুমিল্লা

৪৩

  

৩৩

   

কক্সবাজার

          

লক্ষ্মীপুর

          

নোয়াখালী

 

     

বান্দরবান

          

ঢাকা

ঢাকা

          

শরীয়তপুর

          

গোপালগঞ্জ

১৬

  

১২

    

মানিকগঞ্জ

২০

   

১৮

    

নারায়ণগঞ্জ

          

ফরিদপুর

১৬

  

 

  

মুন্সিগঞ্জ

১৪

 

 

  

মাদারীপুর

১৯

   

১০

    

টাঙ্গাইল

১১

   

  

নরসিংদী

২৩

  

১৫

    

বরিশাল

বরগুনা

          

বরিশাল

          

ভোলা

          

ঝালকাঠি

          

পটুয়াখালী

          

পিরোজপুর

          

রংপুর

দিনাজপুর

২০

  

১৩

  

কুড়িগ্রাম

১৮

   

   

পঞ্চগড়

   

   

নীলফামারী

          

ঠাকুরগাঁও

          

গাইবান্ধা

১৭

   

 

 

           

লালমনিরহাট

১৬

   

 

রংপুর

২৪

   

২১

 

 

 

রাজশাহী

বগুড়া

১৫

   

 

রাজশাহী

          

পাবনা

১৫

    

১৫

    

চাঁপাইনবাবগঞ্জ

          

নওগাঁ

১২

   

  

সিরাজগঞ্জ

          

নাটোর

          
 

জয়পুরহাট

          
 

সিলেট

২৪

   

 

সিলেট

মৌলভীবাজার

   

  

 

হবিগঞ্জ

          
 

সুনামগঞ্জ

          

ময়মনসিংহ

ময়মনসিংহ

          

হবিগঞ্জ

          

শেরপুর

১৪

   

১১

    

জামালপুর

১০

   

    

নেত্রকোনা

১৫

   

   
 

কিশোরগঞ্জ

১৩

  

    

/এইচকে/এমও/এনএস/ইএইচএস/এমপি/টিএন/