ন্যাশনাল জিওগ্রাফিকের সম্মাননা পেলেন ওয়াসফিয়া

দেশের জন্য আবারও আন্তর্জাতিক সম্মাননা বয়ে আনলেন ওয়াসফিয়া নাজরীন। সম্প্রতি তিনি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কর্তৃক ‘এমারজিং এক্সপ্লোরার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে। এই অর্থ তিনি তার পছন্দ অনুযায়ী গবেষণা কিংবা অনুসন্ধানের কাজে ব্যবহার করতে পারবেন।

ন্যাশনাল জিওগ্রাফিকের সুদীর্ঘ ইতিহাসে ওয়াসফিয়াই প্রথম নারী যিনি একইসঙ্গে ‘ন্যাশনাল জিওগ্রাফিক অ্যডভেঞ্চারার’ এবং ‘এমারজিং এক্সপ্লোরার’ উভয় সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ১৩ মে শুক্রবার ন্যাশনাল জিওগ্রাফিক তাদের ওয়েবসাইটের মাধ্যমে খবরটি প্রচার করে।

আগামী জুনে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল জিওগ্রাফিকের সদর দফতরে অনুষ্ঠিত হতে চলছে ১০ম বার্ষিক এক্সপ্লোরার’স সম্মেলন। এই সম্মেলনে ‘এক্সপ্লোরার উইক’ এ তাকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে। তাদের পঞ্জিকাবর্ষের সবচেয়ে ব্যস্ততম ও উত্তেজনাপূর্ণ এই সপ্তাহে ন্যাশনাল জিওগ্রাফিকের সব বিজ্ঞানী, সংরক্ষণবিদ, ফটোগ্রাফার এবং স্টোরিটেলাররা একত্রিত হবেন।

ওয়াসফিয়া নাজরীন

সেখানে তারা তাদের নতুন সব আবিষ্কার এবং দুঃসাহসিক কাজ তুলে ধরবেন। এছাড়াও তারা তাদের অসাধারণ সব প্রেজেনটেশন নিয়ে ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করবেন। একইসঙ্গে তারা বিশ্বে ন্যাট জিও পরিবারের সদস্যদের দৃষ্টান্ত গড়ে তোলার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

সপ্তাহব্যাপী এই আয়োজন চলাকালে বিভিন্ন কার্যক্রমের মধ্য থেকে পাঠকের চাহিদার ভিত্তিতে একজন এক্সপ্লোরারকে নির্বাচিত করা হবে। এক্সপ্লোরার নির্বাচিত হবেন পাঠকের ভোটের ভিত্তিতে। ন্যাশনাল জিওগ্রাফির অনলাইন পেজে (natgeo.org/emerging) ভোট দেওয়া যাবে ৬ জুন ২০১৬ পর্যন্ত।

প্রাপ্ত পুরস্কারের সম্পূর্ণ অর্থ ওয়াসফিয়া তার ওজেল ফাউন্ডেশনের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য বিনিয়োগ করবেন। পরবর্তীতে ওজেল ফাউন্ডেশন বিকল্প শিক্ষা কেন্দ্র হিসেবে শুরু করা হবে, যাদের মিশন হবে বহিরঙ্গণ মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন।

প্রথম বাংলাদেশি ও একমাত্র বাঙালি হিসেবে ওয়াসফিয়া নাজরীন ২০১৫ সালে বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্ব্বোচ শৃঙ্গের চূড়ায় আরোহণ করেন। ন্যাশনাল জিওগ্রাফিক তার দুঃসাহসিক কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার অঙ্গীকারকে সম্মান জানিয়ে ২০১৪/১৫ সালে তাকে ‘ন্যাশনাল জিওগ্রাফিক এডভেঞ্চারার’ হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরারে ওয়াসফিয়া নাজরীনের প্রোফাইল http://nationalgeographic.org/projects/explorers-week/wasfia-nazreen/

/এমও/এমপি/