ক্ষমা চাইতে পারেন সেলিম ওসমান!

সেলিম ওসমাননারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে অপদস্থ করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাইতে পারেন জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে সেলিম ওসমানের এক কারখানার কার্যালয়ে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতারা এক বৈঠকে তাকে এই পরামর্শ দেন। তিনিও ক্ষমা চাইতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক শ্রমিক নেতা এই তথ্য জানান।
ওই শ্রমিক নেতা জানান, ওই দিনের পুরো ঘটনা মানুষকে জানাতেই বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঘটনাটা কীভাবে ঘটলো তার ব্যাখ্যা দেবেন সেলিম ওসমান। পুরো ঘটনা ব্যাখ্যার পর তিনি এর জন্য ক্ষমা চাইতে পারেন।
গত ১৩ মের ঘটনা নিয়ে ফেসবুকে যে ভিডিও ছড়িয়ে পড়ে তা পরিষ্কার করতে পুরো ঘটনার বড় আরেকটি ভিডিও দেখানো হতে পারে বলেও জানা গেছে। নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলনস্থলে প্রজেক্টর লাগানো হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ নিজাম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মূলত সত্য প্রকাশ করার জন্যেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই ঘটনাকে (শিক্ষককে কান ধরে উঠবস করানো) ব্যবহার করে জাতিকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তাই এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তিনি। তবে তার (সেলিম ওসমান) ক্ষমা চাওয়ার বিষয়ে আমি জানি না।’

উল্লেখ্য, গত ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে ক্ষেপিয়ে তুলে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান।
আরও পড়ুন: স্কুল কমিটি বাতিল, শ্যামল কান্তি পদে বহাল

/এফএস/এজে/