৫৪ ও ১৬৭ ধারা আপিলে বহাল প্রসঙ্গে আইনমন্ত্রী

প্রয়োজনে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে

আইনমন্ত্রীজনগণের প্রয়োজনে বা সুবিধার্থে ফৌজদারি আইনে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বিনা পরোয়ানায় গ্রেফতার ও পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ নিয়ে হাইকোর্টের রায় আপিলে বহাল থাকার পর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, পুলিশ প্রয়োজনে ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা ব্যবহার করে কিছু মানুষকে গ্রেফতার করে এটা ঠিক, তবে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয় এবং বেশিরভাগ আটক ব্যক্তি ছাড়া পেয়ে যায়। তবে এটিকে অপপ্রয়োগ বলা ঠিক হবে না।
আরও পড়ুন: আপিল বিভাগের রায় মেনে না চললে বিভাগীয় ব্যবস্থা
মঙ্গলবার ফৌজদারি কার্যবিধির বিনা পরোয়ানায় গ্রেপ্তার (৫৪ ধারা) ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ধারা (১৬৭ ধারা) প্রয়োগের ক্ষেত্রে একটি নীতিমালা দেওয়ার কথা জানিয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে হাইকোর্টের ১৫ দফা নির্দেশনা বহাল থাকলো, যেখানে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার এবং রিমান্ডে নেওয়ার বিধানে পরিবর্তন এনে কিছু নির্দেশনা দেওয়া আছে।
রায়ের পর মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আইনমন্ত্রী জনগণের প্রয়োজনে আইন পরিবর্তনের সুযোগ আছে জানিয়ে বলেন, আমরাও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজর রাখছি, তারা এর অপপ্রয়োগ করে কি না। যদি অপপ্রয়োগ হয় তবে আইনে শাস্তির বিধান আছে।
আরও পড়ুন: সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না


/এসআই/এসএনএইচ/ইউআই/এজে