ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সোবহান সিকদার

ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আবদুস সোবহান সিকদারকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আবদুস সোবহান সিকদারআবদুস সোবহান সিকদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। সোবহান সিকদার তার বর্ণাঢ্য কর্মজীবনে স্বরাষ্ট্র ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন: রংপুরে সন্তান হত্যার দায়ে মা ও সৎ বাবার মৃত্যুদণ্ড
/এফএস/আপ-এমও