যারা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ আসবে: আহমেদ রশিদ লালী

আহমেদ রশিদ লালীএবারের বাজেট উচ্চাভিলাষী মনে হয় না। বাংলাদেশের জিডিপির যে আকার তাতে বাজেট আরও বড় হতে পারতো। ছোট স্বপ্ন দেখলে আমাদের দেশের জন্য ছোট স্বপ্নই নিয়ে আসবে। আমি এ বাজেটে খুশী, কারণ এ বাজেটে সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

শনিবার বাংলা ট্রিবিউন কার্যালয়ে ‘কেমন বাজেট পেলাম’ শীর্ষক ‘বাংলা ট্রিবিউন বৈঠকি’তে এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী। তিনি বলেন, দুইলাখ তিন হাজার কোটি টাকা আমরা রেভিনিউ আয় করবো। করের মধ্য দিয়ে সেখানে ট্যাক্সনেট বাড়ানোর কথা হয়নি। যেসব ব্যবসায়ীরা কর দিচ্ছেন তাদের ওপরই চাপ বাড়বে।
আরও পড়ুন: বিনিয়োগ বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করতে হবে: মোস্তাফিজুর রহমান

করপোরেট করের বিষয়ে তিনি সমালোচনা করে বলেন, এতগুলো সংগঠন প্রি-বাজেট প্রস্তাব দিলো। কিন্তু বাজেটে তার কোনও প্রতিফলন হয়নি। এবারের প্রি-বাজেট আলোচনা হয়েছে কেবল লোক দেখানো। কারণ বাজেটে প্রি-বাজেট আলোচনার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।

বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদ জুলফিকার রাসেলএর আগে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নগুলো তুলে ধরেন। সেখানে মোবাইলফোনের সিমের সঙ্গে শুল্ক বিষয়ে যা কিছু প্রস্তাব তা রাতেই কার্যকর হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হয়। এছাড়া চালের দাম বাড়ানো, ডিজিটাল বাংলাদেশ নিয়ে প্রশ্ন তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: বিনিয়োগ নির্ভর নাকি কর নির্ভর বাজেট: শওকত হোসেন মাসুম

বাংলা ট্রিবিউন বৈঠকিতে অতিথিরামিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে উপস্থিত আছেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম, মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক জ্যৈষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সাবেক সভাপতি নাসরিন আওয়াল মিন্টু ও বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়ুন: 



স্বপ্ন না দেখলে এগুনো যায় না: নাসরিন আওয়াল মিন্টু
পরোক্ষ কর অসমতা বাড়ায়: মির্জ্জা আজিজুল ইসলাম
বাজেট বাস্তবায়নটা বড় চ্যালেঞ্জ, দরকার সুশাসন
/ইউআই/এসএনএইচ/ এএইচ/