হাসপাতাল ছাড়লেন শ্যামল কান্তি

‘আল্লাহ যে দিকে নেয়, সেই দিকেই যাবো’

নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ স্কুলের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ছাড়েন। তবে হাসপাতাল ছাড়ার পর তিনি নারায়ণগঞ্জ ফিরে যাবেন কিনা তা জানা যায়নি।

শ্যামল কান্তি ভক্ত

হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছেন। এর জবাবে শ্যামল কান্তি বলেন, ‘আল্লাহ যেদিকে নেয়, সেই দিকেই যাবো।’

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তার সঙ্গে  স্ত্রী সবিতা হালদার ছিলেন। এসময় তিনি পুলিশ পাহারায় বেরিয়ে যান।

ঢামেক মেডিক্যাল ইউনিট-১ এর সহকারী রেজিস্টার ডা. মো. এবি সিদ্দিক মজুমদার বংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ মে দিবাগত রাতে তিনি নারায়ণগঞ্জ খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে থেকে ঢামেক হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতালে তিনি মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক এনামুল করিমের অধীনে ভর্তি ছিলেন। তিনি ছাড় পত্র দেওয়ায় শ্যামল কান্তি হাসপাতাল ছেড়েছেন।

ডা. মো. এবি সিদ্দিক মজুমদার জানান, ‘তার প্রেসক্রিপশনে লেখা ছিল, পরবর্তীতে কোনও সমস্যা হলে মানসিক রোগ বিভাগে যোগাযোগ করুন। একমাস বিশ্রামে থাকুন।’

উল্লেখ্য, গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে জনসম্মুখে ওই শিক্ষককে কান ধরে উঠবস করান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। এ ঘটনার ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভারী বর্ষণ ও উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত

/এআইবি/এনএস/টিএন/

/আপ: এইচকে/