অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শরিফ
খিলগাঁওয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান আসামি। তার নাম শরিফুল ইসলাম ওরফে শরীফ ওরফে হাদি (৩৫) ।
শনিবার রাত ২টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শরীফুল ইসলাম হাদি অভিজিৎ হত্যাকাণ্ডের প্রধান পলাতক আসামি ছিল। সে অভিজিৎ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল। তাকে ধরিয়ে দিতে গত ১৯ মে ডিএমপি থেকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে খিলগাঁও থানার মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় মোটরসাইকেলের আরোহী তিন যুবক পুলিশের তল্লাশিচৌকি পার হচ্ছিল। এ সময় পুলিশ সিগন্যাল দিলে তারা মোটরসাইকেল না থামিয়ে গতি বাড়িয়ে দেয়। পরে যুবকরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ওই সময় ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ হয়। পরে অপর দুজন মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

/এআরআর/এপিএইচ

আরও পড়ুন: 
রিমান্ডে থাকা ফাইজুল্লাহ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ফাইজুল্লাহর লাশ পরিবারের কাছে হস্তান্তর

‘বন্দুক, তুমি যুদ্ধ বোঝো, তদন্ত বোঝো না’