গুলশান হামলা

হলি আর্টিসানের পাশের বাড়ি থেকে বিদেশি নাগরিকসহ উদ্ধার ২

গুলশানের  হলি আর্টিসান রেস্তোরাঁর পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আটকে পড়া দুইজনকে উদ্ধার করেছে সোয়াত। শুক্রবার রাত আড়াইটার এ উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

সোয়াত এর একটি দল

উদ্ধারকৃত দুই ব্যক্তি রেস্তোরাঁয়র আর্জেন্টিনীয় রাঁধুনী দিয়েগো ও বাংলাদেশি বিদ্যুৎমিস্ত্রী বেলারুল। দু’জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  বাহিনীর ৮ সদস্যের একটি দল বুলেটরোধী ঢালের সহায়তা নিয়ে ওই বাড়িতে ঢুকে দুই দফায় উল্লিখিত দুই জনকে উদ্ধার করে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন।

এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জন জিম্মি হন। একই ভবনে ‘ও কিচেন’ নামে আরেকটি রেস্তোরাঁর আরও পাঁচজনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি)।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।

/এমও/এইচকে/

আরও পড়ুন: আত্মসমর্পণের আহ্বান যৌথ বাহিনীর, জঙ্গিদের তিন শর্ত