ইশরাতের লাশ হস্তান্তর

‘এখন তারে কবরে দিয়ে আসি’

বাসায় আনা হয়েছে ইশরাতের লাশ

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ইশরাত আখন্দের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা ১২টা ৪০ মিনিটে তার মরদেহ উত্তরায় ১০ নম্বর সেক্টরের ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

ইশরাতের ভাইয়ের বাসায় গিয়ে দেখা যায়, তার বৃদ্ধা মা (৮২)ছোটবেলার ইশরাতকে নিয়ে নানা অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করছেন। কিন্তু ইশরাতের লাশ এসে পৌঁছেছে শোনার পর তিনি সবাইকে বলেন বাইরে যেতে।

এসময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ঘটনার পরদিন আমার ইশরাতের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিলো। ফিরে এসে আমার সঙ্গে ঈদ করবে বলেও কথা দিয়েছিলো মেয়ে। এখন তারে কবরে দিয়ে আসি। একথা বলে তিনি ফের কান্নায় ভেঙে পড়েন।

এর আগে, সকাল থেকেই ইশরাতের আত্মীয়-স্বজনেরা অপেক্ষা করছিলেন বনানীর আর্মি স্টেডিয়ামে। তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলে প্রথমে শ্যামলীতে নেওয়া হয়। সেখানে লাশের গোসল ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ইশরাতের মরদেহ উত্তরার ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বাদ যোহর জানাজা শেষে তাকে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার গুলশানের ৭৯ নাম্বার সড়কে অবস্থিত হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় হতভাগ্য অনেকের সঙ্গে ইশরাত আখন্দও নিহত হন। বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান।

/ইউআই/এমও/ এপিএইচ/

আরও পড়ুন:

নিহতদের প্রতি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা

নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, লাশ হস্তান্তর

গুলশান হামলা প্রসঙ্গে জয়: এই একবার আমরা ব্যর্থ হয়েছি