গুলশান হমলায় নিহত জঙ্গিদের লাশ দাফন প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের তাদের পরিবারও আপন মনে করে না। আপনারা দেখেছেন কিশোরগঞ্জে নিহত জঙ্গির জানাজা পড়ানোর জন্য মানুষ পাওয়া যায়নি। আমরা একজন আলেমকে দিয়ে তার জানাজা পড়িয়ে দাফন করেছি। জঙ্গিদের তাদের পরিবারও ঘৃণা করে। যদি তারা লাশ নিতে না চায় তাহলে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হবে।’
গুলশান হামলা নিহত জঙ্গিদের লাশ দাফনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার সকালে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স কোর্স চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গুলশান হামলায় নিহত ৫ জঙ্গি ও এক সন্দেহভাজনের লাশ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমাগারে রয়েছে।
আরও পড়ুন: অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি
/এআরআর/এসটি/