নির্ঘুম রাত কাটালেন ক্যলাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে কল্যাণপুর ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিল নামের ওই ভবনে ঢোকার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে দেশীয় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এরপর থেকেই ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
কল্যাণপুর মেইন রোড থেকে ৫ নম্বর রোডের চারপাশে এক- দেড় কিলেমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক গাড়ি মোতায়েন করা হয়। তখন জানানো হয় ভোরের সূর্য উঠলেই অভিযান শুরু হবে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার পর অপারেশন স্টর্ম-টোয়েন্টি সিক্স অভিযান শুরু হয়। ঘটনাস্থলে পুলিশের মুহুর্মূহু গুলির শব্দ শোনা যায়। ওই ভবনে ১১ জন জঙ্গি ছিল। এর মধ্যে সোমবার রাতে ভবনে ঢোকার সময় পুলিশের গুলিতে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়। আরেকজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সোমবার রাত সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির আওয়াজ পেলেও তারা কেউ ঘর থেকে বের হওয়ার সাহাস পাননি।
ওই বাড়ির উল্টা পাশের বাড়ির কেয়ারটেকার বলেন, মূল অভিযানটা হয়েছে ভোর রাতের দিকে হয়েছে। সেসময় তাদের সব লাইট, দরজা, জানালা বন্ধ রাখতে বলা হয়েছিল। ওই ফ্ল্যাটের বাসিন্দাদেরকে মেঝেতে বা অন্য কোনও সাপোর্টে থাকতে বলা হয়।
আরও পড়ুন:
কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত
‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা
ছবি: সাজ্জাদ
/ইউআই/এসটি/