‘ওরা বলে আইএস, আমরা বলি জেএমবি’

picture by sazzadhossain_20

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন,‘ কল্যাণপুরের নিহত জঙ্গিরা জেএমবি’র সদস্য।  তারা নিজেদের বলে আইএস। আমরা বলি জেএমবি।’

তিনি বলেন, ‘তারা  গুলশান হামলার জঙ্গিদের মতোই কলো পোশাক পরা ছিল। তাদের মাথায় ছিল পাগড়ি। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’

তিনি ঘটনাস্থলে  উপস্থিত হয়ে জানান, ‘ জঙ্গিদের সঙ্গে কালো ব্যাগও ছিল। কল্যাণপুরের আস্তানায় ১১ জঙ্গির  ৯ জন নিহত হয়েছে। একজন আহত অবস্থায় আটক আছে। আর একজন পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।’

এদিকে এই ঘটনায় পালাতে গিয়ে পুলিশের হাতে আহত অবস্থায় আটক জঙ্গির নাম হাসান (২৫)। তার বাড়ি বগুড়ার জীবন নগরে। এক বছর ধরে এই দলের সঙ্গে আছেসে। এখানে বাবুর্চি হিসেবে কাজ করতো হাসান । ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসান দাবি করে, ‘আমরা আইএস-এর লোক।’

ছবি: সাজ্জাদ

এইচআর/ এপিএইচ/