‘জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আমারজঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর। যে কারণে পুলিশ দক্ষতার সঙ্গে এগুলো মোকাবিলা করছে। যার প্রমাণও দিচ্ছে পুলিশ। এদেশের মাটিতে জঙ্গিবাদের কোনও স্থান হবে না।’

ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের তৈরি করা মোবাইল অ্যাপ ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে নাগরিক ঐক্য তৈরি হয়েছে। নাগরিকদের নিয়ে আমরা জঙ্গিদের মোকাবিলা করবো।’  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন:

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

/জেইউ/এসটি/