শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইফতেখার জাহানের পরিবর্তে সিভিল এভিয়েশনের একজন উপ-পরিচালক সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন।’
বিভিন্ন কারণে সমালোচিত এই কর্মকর্তাকে সর্বশেষ গত ১৮ এপ্রিল দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ সর্তক করে শাহজালালের ভ্রাম্যমান আদালত।
আরও জানতে পড়ুন: দোষী সাব্যস্ত করে শাহজালালের সিএসওকে সতর্ক করলেন আদালত
ওই সময় তার বিরুদ্ধে ‘যাত্রা হয়রানি সংক্রান্ত একটি অভিযোগের’ প্রাথমিক তদন্তে ভ্রাম্যমান আদালতকে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি প্রমান হয়। পরে তিনি ক্ষমা প্রার্থনা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ তাকে সর্বোচ্চ সর্তক করেন।

এছাড়া ইফতেখার জাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০১৫ সালের ৯ এপ্রিল যুদ্ধাপরাধী গোলাম আযমের স্ত্রী ও পুত্রকে তিনি বিমানবন্দরে ভিআইপি প্রটোকল দিয়েছিলেন। সে সময়ে প্রশাসনিক ব্যবস্থা নিতে রুলও জারি করে হাইকোর্ট।

/সিএ/এনএস/