দেশের ক্ষতি হয় এমন সংবাদ না পরিবেশনের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের ক্ষতি হতে পারে এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আবারও দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলাদেশে কোনও আইএস নেই। স্বাধীনতাবিরোধীরাই বিভিন্ন সময়ে, বিভিন্ন নামে এ দেশে জঙ্গি তৎপরতা চালিয়েছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম এর দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন তখন দেশের উন্নয়নকে থমকে দেওয়ার জন্যই স্বাধীনতাবিরোধীরা চেষ্টা চালাচ্ছে। আর আপনি যখন এদের শেকড়ে হাত দেবেন, তখন দেখবেন ১৯৭৫ সালে যারা সাধারণ মানুষের হাত-পায়ের রগ কাটতো, তারাই বিভিন্ন সময়ে হরকাতুল জিহাদ, জেএমবি ও হামজা ব্রিগেডসহ বিভিন্ন নামে আত্মপ্রকাশ ঘটিয়েছে।’

বাংলাদেশের মানুষ সজাগ আছে তাই ‘আইএস’ ঢুকতে পারবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বিদেশি কোনও জঙ্গি গোষ্ঠী নেই। এরা হচ্ছে দেশি জঙ্গি ও সন্ত্রাসী।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, যে সমস্ত সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হবে সেটা থেকে বিরত থাকবেন।’

এ সময় তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোথায় কী হচ্ছে তা আপনারাই তুলে ধরেন। তাই আমরা আপনাদের ওপর অনেকাংশে নির্ভর করি।’

সংগঠনের আহ্বায়ক সাংবাদিক ফরিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, বাসস-এর ব্যাবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন শাহ প্রমুখ।

/এসআইএস/ টিএন/   

আরও পড়ুন: তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী