মুহিতুল ইসলামের চিকিৎসার ব্যয়বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

 




মোহাম্মদ নাসিমবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বাদী ও তার সহকারী এএফএম মুহিতুল ইসলামের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয় হাসপাতালে তাকে দেখতে গিয়ে এ সব কথা বলেন তিনি।

গত ১২ দিন ধরে মুহিতুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদালয় হাসপাতালে (বিএসএমএমইউ) লাইফ সাপোর্টে আছেন। বিএসএমএমইউর কেবিন ব্লকের আইসিইউতে (১৮ নম্বর বেড) লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

এ সময় মুহিতুলের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এএফএম মুহিতুল ইসলামের চিকিৎসার জন্য নয় সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তার চিকিৎসা সেবা কার্যক্রম তত্ত্বাবধান করছে।
/জেএ/এবি/

আরও পড়ুন

লাইফ সাপোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী

প্রধানমন্ত্রীর প্রতি বঙ্গবন্ধুর সহকারী মুহিতুল ইসলামকে দেখতে যাওয়ার অনুরোধ