বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান১৯৭৫ সালের ১৪ আগস্টের রাতে এক অস্বাভাবিক নৈশ প্যারেডের আয়োজন করা হয়েছিল। এই প্যারেড এক টানা চার ঘণ্টা চলে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করার কয়েক ঘণ্টা আগে শেষ হয়। জাতির জনকের নির্মম হত্যাকাণ্ডের মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষীর দেওয়া বক্তব্যে এ তথ্য উঠে এসেছে।
১৪ আগস্ট রাত ৮টায় প্যারেড শুরু হয় এবং রাত আড়াইটা পর্যন্ত এই প্যারেড চলে। সশস্ত্র বাহিনীর সদস্য এই সাক্ষী বলেন, সাধারণত রাতে অস্ত্রশস্ত্র নিয়ে এ ধরনের প্যারেড হয় না। অথচ সে দিন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্যারেড করার জন্য সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছিল।
এসডিএম (স্কোয়ার্ড পদমর্যাদার মার্কসম্যান) বশির প্যারেডের নির্দেশ দিয়েছিলেন। বেসামরিক পোশাকে মেজর ফারুক রহমান, মেজর মহিউদ্দিন, মেজর আহমেদ শরিফুল ইসলাম, লেফট্যানেন্ট কিসমত, লেফটেন্যান্ট নাজমুল হোসাইন আনোয়ার ও অন্য কয়েকজন প্যারেড প্রত্যক্ষ করেন।
সাক্ষী বলেন, তিনি সে সময়ে মেজর রশীদ এবং রশীদের ইউনিটের অন্য কয়েকজন কর্মকর্তাকে দেখেছিলেন। মেজর ফারুক তাদের প্রস্তুত হতে নির্দেশ দেন। তাদের বলা হয় খুবই জরুরি কাজের জন্য প্যারেড বন্ধ করে প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হলো। এরপরই মেজর ফারুক, মেজর ডালিম এবং মেজর শাহরিয়ারকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় তারা বেসামরিক পোশাকে ছিলেন।

মেজর ফারুক সেনা সদস্যদের তার নির্দেশ মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, ট্যাংক কমান্ডারগণ জানেন, কোথায় ট্যাংক মোতায়েন করতে হবে। মেজর তাদেরকে আধ ঘন্টার মধ্যে মুভ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। রাত প্রায় ৪টায় মেজর ফারুক তাদের মুভ করার নির্দেশ দেন। এ সময় ফারুক এক ট্যাংকের কমান্ডার এবং লে. কিসমত অপর ট্যাংকের কমান্ডার ছিলেন।

মেজর শরিফুল হোসেন এ সময় তাকে রেডিওতে যাওয়ার নির্দেশ দেন এবং যখন তারা রেডিও স্টেশনে গিয়ে পৌঁছান, তখন শরিফ হোসেন রেডিও স্টেশনের গেটম্যানকে যে যেখানে আছে, তাদের সেখানেই থাকতে বলেন।

মেজর ডালিম একটি খোলা জিপে করে সশস্ত্র অবস্থায় ৫টা ৩০ মিনিটে সিপাহী প্রহরায় রেডিও স্টেশনে আসেন। ডালিম রেডিও স্টেশনে প্রবেশের আগে শরীফুলের সঙ্গে কথা বলছিলেন। পরে তিনি সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোকদের চেক করেন। সাক্ষীর দেওয়া জবানবন্দিতে প্রমাণিত হয়েছে, সৈন্যরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্যারেড মাঠে প্রস্তুতি নিচ্ছিল এবং ট্যাংক কমান্ডার রাত ৪ টায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে নগরীতে মুভ করে। সূত্র: বাসস।

/এফএস/এমএনএইচ/