জেএমবি’র চার নারী সদস্য ৫ দিনের রিমান্ডে

‘জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ’(জেএমবি)-র চার নারী সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, জেএমবি’র ওই চার নারী সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক প্রণব কুমার হুইয়ের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওসি মো. শাহজালাল আলম। বিচারক এ আবেদনের প্রেক্ষিতে তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, জঙ্গি সন্দেহে জেএমবি’র ওই চার নারী সদস্যকে রবিবার গভীর রাত থেকে সোমবার সকালের মধ্যে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজনই বেসরকারি ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। এরা হচ্ছেন আকলিমা, মৌ ও মেঘলা। আর ঐশী নামে অপরজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস পাস করেছেন। এদের প্রত্যেকের কাছেই জিহাদি কার্যক্রমের নথিপত্র পাওয়া গেছে।

মঙ্গলবার র‍্যাবের  মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। পরে তাদের মিরপুর থানায় সোপর্দ করা হয়।

/এসআইটি/টিএন/

এ সংক্রান্ত আরও খবর: চার নারী জেএমবি: মানারাতের তিন, ঢামেকের এক