ঢাকাকে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা জেলা প্রশাসনের

লালবাগের কেল্লা

কয়েকশ’ বছরের পুরোনো শহর ঢাকাকে বিশ্ববাসীর কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলে ধরতে এবার শহরটিকে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। এজন্য লোগো ও থিম/স্লোগান আহ্বান করা হয়েছে।

বুধবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা শহরের মর্যাদা আরও বাড়াতে ঢাকা জেলাকে ব্র্যান্ডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান ঢাকা জেলার জন্য একটি সুন্দর লোগো ও থিম তৈরীর উন্মুক্ত প্রতিযোগিতা আহবান করেছেন।

লোগো ও থিম/স্লোগানে রাজধানী শহরটির সব ইতিহাস, ঐতিহ্য, জাতীয় প্রেরণা, চেতনা, পালা-পার্বন, সংস্কৃতি, দর্শনীয় স্থানকে প্রাধান্য দিতে হবে। লোগো ও থিম অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ০১ সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪টার মধ্যে (হার্ড কপি/সফট কপি) জমা দেওয়া যাবে। উভয় ক্ষেত্রে চূড়ান্ত বিজয়ীদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা ও সনদ দেওয়া হবে।

এবিষয়ে যে কোনও প্রয়োজনে মো. মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঢাকা অথবা  dcdhaka@mopa.gov.bd  অথবা ০১৭১১৪৪৫৮০৩ নম্বরে যোগাযোগ করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

 /টিএন/

আরও পড়ুন: ওয়ার ক্রাইম নিয়ে আপনার ইয়ে আমি জানি