কেরির সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

জন কেরি ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘তাকে আমরা জানিয়েছি জঙ্গিবাদ বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।’’

জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নেবেন কিনা এ প্রশ্নে তিনি জানান, ‘এটা নিয়ে আলোচনা চলছে। বলার মতো এখনও কিছু হয়নি।’

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয় নিয়ে তিনি বলেন, ‘আমরা জন কেরিকে রাশেদ চৌধুরীর বিষয়ে জানিয়েছি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ফিরে বিষয়টি দেখবেন।’

/এসএসজেড/টিএন/