যেভাবে খোঁজ পাওয়া গেলো মুরাদের

রূপনগরের সেই বাসা

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তবে সেদিন তাকে বাড়িতে যাওয়া যায়নি। সে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজ শুক্রবার সে আবার ওই বাড়িতে আসলে অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার অভিযানের পরদিনই রূপনগরে অভিযান চালানো হয়। কিন্তু মেজর মুরাদ আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের স্থানীয় সোর্সকে বলে আসে, মুরাদ আবার এলে তিনি যেন তা জানান। শুক্রবার মুরাদ ঘরের মালপত্র নিতে আসে। তখন ওই সোর্স পুলিশকে খবর দেয়। পরে পুলিশের অভিযানে মুরাদ নিহত হয়। আহত হয় পুলিশের চার কর্মকর্তা। তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ছানোয়ার হোসেন আরও জানান, মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।

/এনএল/এআরএল/

মিরপুরে পুলিশি অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ নিহত, ৩ পুলিশ আহত

জঙ্গি আস্তানায় গোলাগুলিতে আহত ৩ পুলিশ কর্মকর্তা