কিবরিয়া হত্যা মামলায় আরিফুলের জামিন বহাল

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত সিলেটে সাময়িক বরখাস্ত মেয়র আরিফুলকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আপিল স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার এই জামিন প্রশ্নে জারি করা রুলের নিষ্পত্তি করে আরিফুল হক চৌধুরীকে জামিন দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ। এরপর বুধবার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন জানালে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দারের আদালত আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ওই হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলাটির প্রথম দফার অভিযোগপত্রে আরিফুলের নাম ছিল না। তবে সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে তার নাম আসে। সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর মেয়র আরিফুলসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ওই বছরের ৩০ ডিসেম্বর আরিফুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

আরও পড়ুন- 

ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে

চাকরি ফিরে পেতে যা করতে পারেন বাবুল আক্তার

/ইউআই/এফএস/