সামরিক সহযোগিতা বজায় রাখতে ঢাকা-বেইজিং একমত

সামরিক সহযোগিতা বজায় রাখতে ঢাকা-বেইজিং একমত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফর উপলক্ষে ২৩ ধারা সম্বলিত এক যৌথ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই যৌথ বিবৃতি পাঠানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বিবৃতিতে দুই দেশের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত হওয়ার ঘোষণা দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা দেওয়া হয়। এতে উভয়পক্ষ সামরিক সহযোগিতা বজায় রাখা এবং প্রশিক্ষণ, যন্ত্রপাতি, প্রযুক্তি ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে।

পাশাপাশি, দুইপক্ষ যেকোনও ধরনের সন্ত্রাসবাদকে নিন্দা জানায়। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ, স্থিতিশীলতা রক্ষা ও জাতীয় নিরাপত্তা বজায় রাখার উদ্যোগকে সমর্থন জানায় চীন।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন, প্রশিক্ষণ, শিক্ষা সহযোগিতা ও স্কলারশিপ, আন্তর্জাতিক সহযোগিতা, আঞ্চলিক সহযোগিতা, সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখাও বিবৃতিতে দেওয়া হয়েছে।

/এসএসজেড/এমও/