রাসায়নিক নিরাপত্তায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

 

আহমেত উযুমসু ও এ এইচ মাহমুদ আলীরাসায়নিক নিরাপত্তা ও রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহারে ঢাকার দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। তিনি বলেন, ‘বাংলাদেশ কেমিক্যাল উয়েপনস কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ হিসেবে রাসায়নিকের শান্তিপূর্ণ ব্যবহার ও বিশ্বকে রাসায়নিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে কার্যক্রম অব্যাহত রাখবে।’

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অপ কেমিক্যাল উয়েপনস (ওপিসিডব্লিউ)’ এর মহাপরিচালক আহমেত উযুমসুর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সরকরের আমন্ত্রণেদুই দিনের সফরে উযুমসু বর্তমানে ঢাকায় রয়েছেন।

বৈঠকে রাসায়নিক অস্ত্র কনভেনশনের পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মত বিনিময় করা হয়।

বৈঠকে রাসায়নিক নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন ওপিসিডব্লিউ’র মহাপরিচালক । তিনি কনভেনশনের বিভিন্ন দিক বাস্তবায়নে দ্রুত প্রচেষ্টা গ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

দিনের শুরুতে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের কথা তুলে ধরে তিনি লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্যের উচ্ছসিত প্রশংসা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহাপরিচালকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে ২০১৬-২০১৮ মেয়াদে ওপিসিডব্লিউ’র নির্বাহী পরিষদে সদস্য নির্বাচিত করায় তার মাধ্যমে সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সূত্র: বাসস

/এসএনএইচ/