আ. লীগের সম্মেলন: হাসপাতাল ছাড়তে পারছেন না রোগীরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসা রোগী ও স্বজনরা গাড়ি পাচ্ছেন নাআওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বার্ডেম হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। শনিবার সকালে তারা হাসপাতালে ঠিকমতো আসতে পারলেও চিকিৎসা শেষে বাড়ি ফিরে যেতে পরিবহন সংকট ও রাস্তা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বার্ডেম হাসপাতালে আসা রোগী ও স্বজনরাদেখা গেছে, শাহবাগ থেকে সব রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। ফলে অসুস্থ রোগী নিয়ে তাদের স্বজনরা অপক্ষো করছেন গাড়ির জন্য। তাছাড়া টিএসসি থেকে দোয়েল চত্বরমুখী রাস্তাটিও বন্ধ রয়েছে। এ কারণে পায়ে হেঁটেও যেতে না পেরে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সকালে চিটাগং রোড থেকে দুই শিশু সন্তানকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে এসেছিলেন নাজমা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আসতে পারলেও এখন গাড়ি না থাকায় বাসায় ফিরে যেতে পারছি না। একই সঙ্গে শাহবাগ থেকে গুলিস্তান অভিমুখে সড়কটি পায়ে হেঁটেও যেতে দিচ্ছে না পুলিশ। এই দুই বাচ্চাকে নিয়ে কীভাবে যাবো বুঝতে পারছি না।’
গাড়ি পাচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও বার্ডেম হাসপাতালে আসা রোগী ও স্বজনরারাজধানীর মান্ডা থেকে মিজান নামে এক ব্যক্তি বাবার ওষুধ কিনতে পিজি হাসপাতাল সংলগ্ন ফার্মেসিতে এসেছেন। তিনি বলেন, ‘ বাবার ওষুধ শেষ হয়ে যাওয়ায় এখানে ওষুধ কিনতে এসেছি। যে সে ওষুধ নিতে এসেছি তা সব জায়গায় পাওয়াও যায় ন। দুপুরে বাবার ওষুধ থেকে হবে। কিন্তু যানবাহন না থাকায় এখন যেতে পারছি না।’
এদিকে যারা এখন চিকিৎসা নিতে আসছেন তাদেরকেও ঢাকা সড়কের বিভিন্ন জায়গা ঘুরে যানজট পেরিয়ে আসতে হচ্ছে।

ছবি: নাসিরুল ইসলাম
/সিএ/এআর/টিএন/আপ-এনএস/