সংকটে পুলিশ ও সশস্ত্র বাহিনী একত্রে কাজ করবে: আইজিপি

দেশের প্রয়োজন ও সংকটে পুলিশ ও সশস্ত্র বাহিনী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের প্রতিনিধি দল রবিবার সকালে পুলিশ সদর দফতরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এজন্য পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সম্প্রসারণ করতে হবে বলেও মনে করেন আইজিপি।

আইজিপির সঙ্গে প্রতিনিধি দলের সাক্ষাৎআর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনডিসি’র চিফ ইন্সট্রাকটর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক। আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় তারা পরস্পর শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। পরে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের সদস্যরা আইনের শাসন প্রতিষ্ঠা, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা, ভবিষ্যত পুলিশিং ইত্যাদি সম্পর্কে জানতে চান। তখন অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদউদ্দিন বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় অবদান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিনিধিদলের সামনে।

সভায় ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী, ৬ জন ফ্যাকাল্টি মেম্বার এবং ১ জন স্টাফ অফিসারসহ মোট ৪২ জন কর্মকর্তা ছিলেন।

আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের প্রতিনিধিদলের পক্ষে লে. কর্নেল নাজমুস সাকিব সশস্ত্র বাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

/জেইউ/এমও/