ছাত্রলীগ নেতাদের আদর্শবান হতে হবে: প্রধানমন্ত্রী

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাছাত্রলীগ নেতাদের আদর্শবান হতে হবে বলে জানিয়েছেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রাজনৈতিক নেতা হলে আগে দেশ ও মুনাষের কথা চিন্তা করতে হবে। কোনও মানসিক দৈন্য যেন না পেয়ে বসে।’ বুধবার গণভবনে ছাত্রলীগ নেতাদের  উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ নেতাদের মধ্য থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে। তাদের মধ্য থেকেই আগামীদিনের প্রধানমন্ত্রী, মন্ত্রী নির্বাচিত হবে। তাই তাদের আদর্শবান হিসেবে গড়ে উঠতে হবে।’  তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে কোনও সন্ত্রাস ও মাদকাসক্তকে দেখতে চাই না। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ক্ষুধামুক্ত দেশ গড়ে তুলতে হবে। কারণ তার আদর্শেই ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।’

এরপর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করতে চাইলে উপস্থিত ছাত্রলীগ নেতারা ‘না’, ‘না’ বলে আরও বক্তব্য শুনতে চান। পরে প্রধানমন্ত্রী আরও কিছুক্ষণ বক্তব্য রাখেন।   এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ অনেদ দূর এগিয়ে গেছে। কারণ আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। বাংলাদেশ সেই ধরনের যোগ্যতা অর্জন করেছে। এই কার্তিক মাস ছিল মঙ্গার মাস। বিশেষ করে উত্তরবঙ্গে এই মাসে মঙ্গা দেখা দিন। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। দেশে সব শ্রেণির মানুষের উন্নয়নে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।’

/এসএনএইচ/ এমএনএইচ/