X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

সহজ ডটকমকে জরিমানাসহ শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৪, ২১:১৪আপডেট : ২৬ মে ২০২৪, ২১:১৪

শর্ত পূরণ না করায় রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (২৬ মে) জাতীয় সংসদে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, আগের বৈঠকে সহজ ডটকম নিয়ে আলোচনা করা হয়েছিল বৈঠকে। পরে সহজ ডটকমের কী পরিমাণ যন্ত্রাংশ স্থাপন করার কথা ছিল এবং কী পরিমাণ স্থাপন করেছে তা কমিটিকে জানাতে বলা হয়। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে যন্ত্রাংশ স্থাপনে ব্যর্থ হলে চুক্তি বাতিলের সুপারিশ করে।

সে অনুযায়ী রবিবার বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। সেখানে সাতটি চুক্তির মধ্যে সহজ মাত্র দুটি চুক্তি শেষ করেছে বলে বলা হয়েছে। বাকি পাঁচটির মধ্যে একটি চুক্তিতে ১৫০ স্টেশনে কম্পিউটারাইজড কথা থাকলেও ৩০টিতে করা হয়েছে। বাকি চারটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সহজ ডটকম যেসব যন্ত্রাংশ এখনও সরবরাহ করতে পারিনি তা হলো– টিকিট ভেন্ডিং মেশিন, জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে, সার্ভিস কি কিয়োস্ক এবং জিপিএস ট্রেন ট্যাকার। প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রাংশগুলো দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সব শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের মোট জমি কত, কত জমি অবৈধ দখলে আছে, কতটুকু নিজেদের ব্যবহারে লাগছে এসব বিষয়ে তথ্য চেয়েছিল সংসদীয় কমিটি। বৈঠকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেয় রেলওয়ে। তাতে বলা হয়, রেলের  ভূমি আছে ৬১ হাজার ৮২১ একরের কিছু বেশি। এর মধ্যে ৩০ হাজার ২৮৬ একর রেলের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এখনে অবৈধ দখলে আছে ৬ হাজার ৭২৭ দশমিক ৫০৮ একর। বরাদ্দ দেওয়া হয়েছে ১৪ হাজার ৭১৯ একর। রিজিউম বা উদ্ধার করা ভূমি আছে ১ হাজার ৬১৮ একর। সবচেয়ে বেশি জমি অবৈধ দখলে আছে পাকশিতে, ৫ হাজার ৩৫ একর। সারা দেশে রেলের বেদখলকৃত জমির উদ্ধার কাজ দ্রুত শুরু করার সুপারিশ করে কমিটি।

নারায়ণগঞ্জে রেলের জমি উদ্ধারে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে আহ্বায়ক করে ৫ সদস্যের উপকমিটি করা হয়। ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন যোগ করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতকারী শাটল ট্রেনের আধুনিকায়নের সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে ট্রেনের বগি দেশেই তৈরি করার সক্ষমতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী জিল্লুল হাকিম, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
টিকিট কালোবাজারির অভিযোগে আনসার সদস্যসহ গ্রেফতার ৩
কমলাপুরে টিকিট পেতে দীর্ঘ লাইন
ট্রেনের দরজায় ঝুলে ঈদযাত্রা
সর্বশেষ খবর
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
‘বাইরে বাবা-মাকে ছাড়া ঈদ করছি খারাপ লাগছে, সবকিছুই দেশের জন্য’
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি নিয়ে ইসরায়েলের সতর্কতা
চামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
রংপুরে কোরবানিচামড়ার ‘দাম নির্ধারণ করছেন’ আড়তদাররা, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
ইমনের ৫ মিনিটের ঝড়ে বাংলাদেশের শ্রীলঙ্কা বধ
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!