প্রথম তিন মাসে সেতু মন্ত্রণালয়ের অগ্রগতি ৪ দশমিক ৩৩ শতাংশ

বাংলাদেশ সরকারচলতি অর্থবছরের প্রথম তিন মাসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের  বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতি ৪ দশমিক ৩৩ শতাংশ। বর্তমানে এ মন্ত্রণালয়ে এডিপি’র ১২৫টি প্রকল্প চালু আছে। বুধবার জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, মো. আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।

৯ম ও ১০ম জাতীয় সংসদের ১২তম অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। তাতে জানানো হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর দেওয়া চারটি প্রতিশ্রুতির মধ্যে একটি বাস্তবায়িত হয়েছে। পদ্মাসেতুসহ বাকি মেগা প্রকল্পগুলো বাস্তবায়নাধীন।

বৈঠকে জানানো হয়, ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ৩৬ শতাংশ। মূল সেতু নির্মাণের ভৌত অগ্রগতি হয়েছে ২৯ শতাংশ। মাওয়া সংযোগ সড়ক নির্মাণের ভৌত অগ্রগতি ৯৯ শতাংশ ও জাজিরা সংযোগ-সড়ক নির্মাণের ভৌত অগ্রগতি হয়েছে ৭৭ শতাংশ।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিটি বড় প্রকল্পের জন্য একজন করে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ করে যথাসময়ে প্রকল্প সম্পন্ন করার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এআরএল/

আরও পড়ুন: 

নার্গিসকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের