আইওআরএ'র প্রথম শীর্ষ সম্মেলন আগামী মার্চে

iora_logo_500x375২১ জাতির ‘ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশন’-এর (আইওআরএ) শীর্ষ সম্মেলন আগামী ৭ মার্চ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের একটি কমিটি বৈঠক করে এ সিন্ধান্ত নিয়েছে। মঙ্গল ও বুধবার ইন্দোনেশিয়ার বালিতে ওই বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ মার্চ আইওআরএ’র প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান ইন্দোনেশিয়াকে অনুরোধ করা হয়েছে, তারা যেন শিগগিরই সদস্য রাষ্ট্রগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের আমন্ত্রণ জানায়।

বাংলাদেশ ছাড়া অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য হলো অস্ট্রেলিয়া, কমোরোস, ভারত, ইরান, কেনিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মৌরিশাস, মোজাম্বিক, ওমান, সিচেলস, সিঙ্গাপুর, শ্রীলংকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

/এসএসজেড/এআরএল/

আরও পড়ুন: 

ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলো পুলিশ