ঢামেকে তরুণীকে ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

ধর্ষণঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত ৬ আনসার সদস্যের বিরুদ্ধে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক খাজা আবদুল গফুর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্ষণের ঘটনায় ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকির হোসেনকে প্রধান তিনি সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন- সহকারী পরিচালক ডা. মোজাম্মেল হক ও প্রশাসনিক কর্মকর্তা মাজহারুল ইসলাম। আগামী ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার পর পর আনসার কর্তৃপক্ষ তাদের প্রায় ১৪জনকে প্রত্যাহার করেছে।
প্রসঙ্গত, বুধবার (২ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত অবস্থায় ৬ আনসার সদস্যের বিরুদ্ধে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠে। জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া মেয়েটি একজন মানসিক রোগী। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়।

অভিযুক্ত আনসার সদস্যরা হলেন- এপিসি একরামুল, আমিনুল, আতিকুর, সিরাজ, বাবুল ও মিনহাজ। এ ঘটনায় তাদের ক্লোজ করে নেওয়া হয়েছে। কিন্তু বিভাগীয় তদন্তের কথা বলে তাদের বিরুদ্ধে এখনও অন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

/এআইবি/এআর/