লুকিয়ে রাখার প্রবণতা কমাতে হবে: সামিনা চৌধুরী

সামিনা চৌধুরী

 

শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশে মানুষ করার পাশাপাশি তাকে আগে থেকে অনেক সম্ভাবনার কথা জানাতে হবে। লুকিয়ে রাখার প্রবণতা কমিয়ে তাদের কাছে তথ্যগুলো দিতে হবে। সচেতনতা তৈরি খুব জরুরি। বাংলা ট্রিবিউন আয়োজিত শিশু নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকিতে সঙ্গীতশিল্পী ও অভিভাবক সামিনা চৌধুরী একথা বলেন। তিনি বলেন, শিশুদের এসব বলা যাবে না সেই সময় এখন আর নেই। এখন এসব বার্তা দেওয়া এবং সচেতনতা তৈরি করার ক্ষেত্রেও সতর্কতা দরকার।

ক্রমশ অনিরাপদ হয়ে উঠা শিশুদের বিষয়ে বাংলা ট্রিবিউনে চলছে বৈঠকিতে। উদ্বিগ্ন অভিবাবক, শঙ্কায় সমাজবিদরা। দেশের প্রশাসন, শিশু নিরাপত্তা বিশ্লেষক, শিক্ষক, মনোরোগ বিশেষজ্ঞ এবং অভিবাবকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল, শিশু বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের ডিরেক্টর চাইল্ড প্রটেকশন লায়লা খন্দকার, সঙ্গীতশিল্পী ও অভিবাবক সামিনা চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টেগেইশন বিভাগের উপ-কমিশনার ফরিদা ইয়াসমিন,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান,  হ্যালো বিডি’র শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/