অনার্স কোর্স চালু হচ্ছে আরও ২১ মাদ্রাসায়

madrashahদেশের আরও ২১টি সিনিয়র মাদ্রাসায় নতুন করে অনার্স কোর্স চালু করছে সরকার। আগে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩১টি মাদ্রাসায় পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালু ছিল।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে ২১টি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে  অনার্স পাঠদানের অনুমতিপত্র হস্তান্তর করেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্রালয়)হেলাল উদ্দীন, মাদ্রাসা অধিদফতরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,  জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী উপস্থিত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন অনার্স কোর্স চালু করা ২১টি মাদ্রাসা হলো কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, মাগুড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা, রায়পুর কামিল মাদ্রাসা, লোহাগড়া চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, বরিশাল বাঘিয়া আল-আমিন কামিল মাদ্রাসা, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসা, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসা, ডবলমুড়িং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা, পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসা, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা, নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা, নাটোর আল-মাদরাসাতুল জাম হুরিয়া কামিল মাদ্রাসা, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা ও গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা।
দেশে বর্তমানে ১২৭৪টি ফাজিল ও কামিল মাদ্রাসায় ৩ লাখ ১৮ হাজার ৩০৮ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

এসএমএ  /এপিএইচ/