ঢাকা-মাস্কাট ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা

ইউএস বাংলা

ওমানের রাজধানী মাস্কাটে ফ্লাইট শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুদিন চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং টু-ওয়ের ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং টু-ওয়ের ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সপ্তাহে রবি ও শুক্রবার দুটি ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে। আর চট্টগ্রাম থেকে মঙ্গল ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট মাস্কাটের উদ্দেশে ছাড়বে। ঢাকা-মাস্কাট-ঢাকা ও চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

 /সিএ/এসটি/